Site icon Jamuna Television

ময়মনসিংহে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যুবকের মৃত্যু

ময়মনসিংহের আমপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়ে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সকাল ৬টার দিকে আবু তালেবের ককসীটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই ছড়িয়ে পড়ে পাশের রুমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এসময় গোডাউনের পাশের রুমের ভাড়া বাসা থেকে সুমন নামে দগ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এরআগে রাত সাড়ে ১১টায় শহরের সূচনা টাওয়ারে আগুনে পুয়ে যায় তিনটি কাপড়ের দোকান।

Exit mobile version