Site icon Jamuna Television

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

১ম সেমিফাইনালে দুই বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে ভারতের গোকুলাম কেরালাকে ৩-২ গোলে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিলো ম্যাচ।

এরআগে ম্যাচের ২৯ মিনিটে হেনরি কিসেক্কার গোলে লিড গোকুলাম কেরালার। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই কেউ কিছু বুঝে ওঠার আগে ম্যাচে সমতা চট্টলার দলটির।

৪৭ মিনিটে মানিক মোল্লার সাথে বোঝাপড়ায় স্কোর শিটে নাম তোলেন চার্লস দিদিয়ের। এরপর ৮০ মিনিটে মার্কোসের গোলে আবারও এগিয়ে যাওয়া গোকুলামের।

ম্যাচের শেষ দিকে দিদিয়ের গোল করলে আবারো সমতায় ফেরে স্বাগতিকরা। তাতেই নির্ধারিত সময়ের সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

যেখানে চিনেদু ম্যাথিউয়ের দারুন এক গোলে ২য় বারের মত ফাইনালে জায়গা করে নেয় আসরের আয়োজকরা।

Exit mobile version