Site icon Jamuna Television

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, অধিনায়ক মুমিনুল

আসন্ন ভারত সফরের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ রাতে বিসিবিতে এ দল ঘোষণা করা হয়। একই সঙ্গে টেস্টে অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করা হয়। এদিকে, আইসিসির নিষেধাজ্ঞার কারণে দুই বছর ক্রিকেট থেকে বাইরে থাকবেন সাকিব আল হাসান।

টেস্ট দলে অন্যরা হলেন- সাদমান ইসলাম, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আল আমিন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি ও সাইফ হাসান।

Exit mobile version