Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে সাকিবের বদলি তাইজুল, অধিনায়ক মাহমুদুল্লাহ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে, দলও ঘোষণা করেছিলো বিসিবি। কিন্তু সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার কারণে দলে আনতে হয়েছে পরিবর্তন। আজ রাতে বিসিবিতে নির্বাচকরা সে তথ্য সাংবাদিকদের জানান।

নির্বাচকরা বলেন, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির এই সিরিজে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া সাকিব আল হাসানের বদলি হিসেবে খেলবেন তাইজুল ইসলাম। আর পারিবারিক কারণে সিরিজ খেলছেন না তামিম ইকবাল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাইফ উদ্দিন। দলে তার বদলি হিসেবে খিলবেন আবু হায়দার রনি।

Exit mobile version