Site icon Jamuna Television

সাকিবের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: মাশরাফি

জুয়াড়ির দেয়া প্রস্তাবের তথ্য গোপন করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সাকিব আল হাসান। আগামী এক বছর তিনি ক্রিকেট খেলতে পারবেন না। ২০২০ সালের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে। সাকিবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি দেশ-বিদেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। সমবেদনা জানাচ্ছেন সহকর্ম-ভক্তরা।

তারই ধারাবাহিকতায় মাশরাফি বিন মোর্ত্তজা জানিয়েছেন, আজকের ঘটনায় কিছু বিনিদ্র রাত কাটবে তার। তবে তিনি বিশ্বাস করেন, ২০২৩ সালে সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন মাশরাফি।

তিনি লেখেন, দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!

Exit mobile version