Site icon Jamuna Television

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষেধাজ্ঞার কবলে পড়া সাকিব আল হাসান এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। আজ রাতে ক্লাবটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদের সমন্বয়ে গঠিত এমসিসি ক্রিকেট কমিটি। ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর দুই বার করে সভা হয় এই কমিটির। সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে কমিটি সুপারিশ করে আইসিসিকে।

২০১৭ সালে কমিটিতে যোগ দেন সাকিব আল হাসান।

সাকিবের পদত্যাগের বিষয়ে কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেন, এটা সঠিক সিদ্ধান্ত। তবে তিনি সাকিবকে হারানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

Exit mobile version