Site icon Jamuna Television

ফ্যানের সাথে ঝুলন্ত স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে নিজ ঘর থে‌কে বাবর আলী (৫৫) নামের এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রাত ১০ টায় শহরের সবুজ ৯ম লেন এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার লোহালিয়া প্রত্যাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী (৫৫)। প্রতিদিনের ন্যায় গতকালও বাবর আলী বিদ্যালয় থেকে এসে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যায় তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য নিয়ে যায়। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে বাসায় ফিরলে একাধিকবার তাকে (স্বামী বাবর) ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version