Site icon Jamuna Television

স্কুলছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ভুইয়াবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান (১৪) শহরের ইউআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজৈরের তেলিকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্বজনরা জানায়, বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় সোহান। এরপরই নিখোঁজ ছিল সে। পরিবারের লোকজন একাধিকবার সোহানের মোবাইলে কল দিয়ে না পেলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাসার কাছে একটি ছোট গলিতে সোহানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করে।

সোহানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। পরিবারের অভিযোগ, সোহানকে বাসার ছাদে ডেকে নিয়ে হত্যা করে নিচে ফেলে দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এদিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার জানান, নিহতের শরীরের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়।

Exit mobile version