Site icon Jamuna Television

সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কুয়েট

দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে এ ঘোষনা দেয় কুয়েট প্রশাসন। একইসাথে শনিবার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

এঘটনায় যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুয়েট রেজিষ্টার জি এম শহিদুল আলম অনিদিষ্ট কালের বন্ধ ঘোষনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু দল ছাত্রদের মধ্যে সংঘর্ষতে ৫/৬ আহত হয়েছে । পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে এই বন্ধ ঘোষনা করা হয়। সেইসাথে শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং রবিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের সকল হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে ।

Exit mobile version