Site icon Jamuna Television

জয়ের পরে ‘আলহামদুলিল্লাহ’ বললেন মুশফিক

ভারতের মাঠিতে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে হারানোর পর আলহামদুলিল্লাহ বলে জয়ের উদযাপন করলেন মুশফিকুর রহিম। তার অফিসিয়াল ফেসবুকে একটি ছবির সাথে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দেন। এরপর পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র ৫০ মিনিটে দুই লাখ ১৭ হাজার লাইক, ১৯ হাজার কমেন্ট, ৪.৭ হাজার শেয়ার হয়েছে।

জয়ের নায়ক হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা ৬০ রান করা মুশফিককে। ৮ চার ও ১ ছয়ে ৪৩ বলে ৬০ রান করে তিনি।

এরআগে রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। তার আগে ভারত জয়ের ভিত গড়ে দেন আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলামরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৪৮ রানে ইনিংস গুটায় ভারত।

Exit mobile version