Site icon Jamuna Television

বড় ভাই’র আঘাতে ছোট ভাই খুন

রাজশাহীতে হাত-পা-মুখ বাঁধা ২ লাশ উদ্ধার

রাজশাহীতে বড় ভাই নুর আলমের আঘাতে খুন হয়েছে ছোট ভাই আশরাফুল ইসলাম।

সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মৃত্যুবরণ করে।

পুলিশ জানিয়েছে, রোববার মধ্য রাতে মহানগরীর শেখের চক এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুর রড দিয়ে ছোট ভাই আশরাফুলের মাথায় আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় ঘাতক বড় ভাই নূর আলমকে গ্রেফতার করেছে বোয়ালিয়া পুলিশ। চলছে মামলা দায়েরের প্রক্রিয়া।

Exit mobile version