Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ দালালকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে হাতেনাতে আটক করা হয় তিনজন দালালকে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনদিন করে কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে দুদুকের কুষ্টিয়া সার্কেলে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দন্ডপ্রাপ্তরা হলো, চুয়াডাঙ্গা শহরের সাব্দার হোসেনের ছেলে আশারফুজ্জামান বকুল (৪৯), মৃত ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) ও আশরাফুল হকের ছেলে ইমরান হক (২৯)।

দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-পরিচালক মোঃ জাকারিয়া জানান, দুদকের কাছে চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের উপর ভিত্তি করে দুদক বিআরটিএ অভিযান চালায়। এসময় সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজন দালালকে হাতেনাতে আটক করে দুদক দল।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী জানান, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এ রায় প্রদান করা হয়। রায়ের পর দণ্ডপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version