Site icon Jamuna Television

পাওনা টাকা চাওয়ায় বরিশালে যুবক খুন

বরিশাল ব্যুরো

বরিশালে পাওনা টাকা চাওয়ার এক যুবক খুন হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর আমানতগঞ্জ কসাইবাড়ি পুল সংলগ্ন ঈদ গা ময়দানের (গোডাউন) সম্মুখে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন(২৩) নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বাজাররোড এলাকার একটু দোকানের কর্মচারী ছিলো।

পুলিশ জানায়, নগরীর ইসলামিয়া কলেজ এলাকার বাসিন্দা সুমনের (২৪) কাছে রুহুল আমীনের পাওনা ছিলো ১৪ হাজার টাকা। তার কাছ থেকে বিভিন্ন সময় এই টাকা ধার নেয় সুমন। দীর্ঘ দিন ধরে পাওনা টাকা চেয়ে আসছে রুহুল আমীন। সকালে তাদের মধ্যে এ নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। দুপুরে কশাইবাড়ি পুল এলাকায় তাদের দেখা হয়ে গেলে সুমনের কাছে পাওনা টাকা চায় রুহুল আমীন। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায় সুমন। এসময় উভয়ের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে রুহুলের উপর হামলা চালায় সুমন। রুহুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুলকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় সুমনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তারা এসময় বন্ধু ছিলো বলে জানায় পুলিশ।

Exit mobile version