Site icon Jamuna Television

মুশফিকের সাথে সেলফি তুলে উচ্ছ্বসিত বলিউড তারকা আরবাজ খান

নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিব আল হাসান, পরিবারকে সময় দিতে গিয়ে নেই তামিমও। কিন্তু ভারত সফরে ঠিকই জ্বলে উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ নভেম্বর) দিল্লিতে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। এরপর থেকেই চলছে বাংলাদেশ বন্দনা। এবার এতে শামিল হলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ছোট ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান। তবে তার উচ্ছ্বাস যেন খানিক বেশিই। কারণ, ম্যাচের পরদিনই বাংলাদেশের টাইগারদের সামনে পেয়েছেন তিনি। আর তাই সময় নষ্ট না করে চটজলদি তুলেছেন সেলফিও। সেই ছবিসহ টুইটারে ছিল আরবাজের উচ্ছ্বসিত বক্তব্য।

৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেছেন আরবাজ খান। যেখানে মুশফিকুর রহিমের প্রশংসা করে বলিউডের এই অভিনেতা লিখেছেন, ‘বিজয়ী বাংলাদেশি ক্রিকেট দলের সঙ্গে দিল্লি বিমানবন্দরে। মুশফিকুর রহিম সত্যি অসাধারণ। সামনের দিকে তাকিয়ে আছি। আশা করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আরও আসছে।’

Exit mobile version