Site icon Jamuna Television

জন্মদিনে মৌসুমীর কাছে ওমর সানীর অনুরোধ

ভালোবেসে বিয়ে করেন জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও ওমর সানী। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসার জীবনের দুই যুগ পার করেছেন তারা।

প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন ছিল গত রোববার। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা থেকে দূরে নরসিংদীর একটি রিসোর্টে জন্মদিনের আয়োজন করা হয়। প্রথম প্রহরে কেক কেটে দিনটি উদযাপন করেন ওমর সানী ও মৌসুমী। সঙ্গে ছিলেন এ দুই তারকার ফ্যান ক্লাবের সদস্য, পরিবারের লোকজন ও ঘনিষ্ঠজনরা।

জন্মদিনের এই বিশেষ দিনে মৌসুমীর কাছে একটি অনুরোধ রাখেন ওমর সানী।

তিনি বলেন, জন্মদিনে আমি মৌসুমীর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি, সারাজীবন ও যেন সুস্থ ও হাসিখুশি থাকে।

এই জন্মদিনে তার কাছে একটি বিশেষ অনুরোধ রাখতে চাই। তা হলো- মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান ছিল। কিন্তু বহু বছর হলো সেটির কার্যক্রম বন্ধ আছে। আমি চাই মৌসুমী এর কার্যক্রম আবার চালু করুক।

সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী। এতে তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ।

Exit mobile version