Site icon Jamuna Television

চার সহযোগী সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের আভাস ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিবর্তন আসতে পারে, দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃত্বে।

বিকালে, কৃষক লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরির্দশনে গিয়ে এসব আভাস দেন তিনি। এসময়, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দু’একদিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের তারিখ ঠিক করা হবে বলে জানান ওবায়দুল কাদের। সম্মেলনে সাজসজ্জায় অতটা বর্ণাঢ্য হবে না বলেও জানান, তিনি।

Exit mobile version