Site icon Jamuna Television

রাজকোটে টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

রাজকোটে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত।

শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৬০ রান। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৩ রান করে মাহমদুল্লাহর দল।

টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও ও নাইম শেখ। ৬০ রানের জুটি ভাঙ্গে লিটন দাস ২৯ রানে রান আউট হলে। দুর্দান্ত খেলা নাইম শেখ ৩১ বলে ৫ চারে ৩৬ রান করে থামেন ওয়াশিংটন সুন্দরের বলে। তবে সৌম্য সরকার এক প্রান্তে সাচ্ছন্দে খেলেন। ১৩ তম ওভারে মুশফিক মাত্র ৪এরপরই রানের গতি কিছুটা মন্হর হয়ে যায় বাংলাদেশের।

প্রথম ওভারে ৬ রান তুলে নেন এই দুই ওপেনার। দ্বিতীয় ওভারে খলিল আহমেদের টানা তিন বলে তিন চার হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন নাইম শেখ। পাঁচ ওভারে আসে ৪১ রান। দুদলই অপিরবর্তিত একাদশ নিয়ে খেলছে এই ম্যাচে। গতকাল থেকেই সাইক্লোন ‘মহা’র শঙ্কা থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারতি সময়ে খেলা শুরু হয়েছে। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

Exit mobile version