Site icon Jamuna Television

রাত পোহাতেই লাখপতি, এক দানেই ৪০ লাখ

এ যেন আলাদিনের চেরাগ হাতে পাবার মতো ব্যাপার। রাত পোহাতেই লাখপতি হয়ে গেলেন কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দরিদ্র জেলে জামাল উদ্দিন।

বুধবার ভোরে তার জালে ধরা পড়ে বিরল প্রজাতির ৮১টি লাল পোয়া মাছ। সাধারণত গভীর সমুদ্রের মাছ হলেও উপকূলে এমন মাছ পাওয়ায় তা বিস্ময়ের জন্ম দিয়েছে সকলের মাঝে।

তার জালে ধরা পড়ে প্রতিটি পোয়া মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি। বাজারে উঠার পর তা বিক্রি হয় ৪০ লাখ টাকায়।

জেলে জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে কুতু্বদিয়া চ্যানেলে তিনি জাল ফেলার পর ভোরে জাল তুলতে গেলে দেখেন খুব ভারি হয়ে আছে। পরবর্তীতে আশেপাশের আরও কয়েকজন জেলের সহায়তায় জাল তোলার পর দেখতে পান তার জালে বড় আকৃতির অসংখ্য পোয়া মাছ লাফালাফি করছে। পরে গুণে দেখা যায় সেখানে ৮১টি পোয়া মাছ ধরা পড়েছে।

জামাল উদ্দিন বলেন, অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগরসহ কয়েকজন ৪০ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।

পোয়া মাছের পটকা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। এর প্রতি কেজি শুকনো পটকার দাম ৮০-৯০ হাজার টাকা।

এদিকে এ ঘটনার পর অন্য জেলেরাও পোয়া মাছ ধরতে কুতুবদিয়া চ্যানেলে জাল ফেলছেন বলে জানা যায়।

Exit mobile version