Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় বুলবুল, সাতক্ষীরা ও বাগেরহাটে ভেঙ্গে পড়েছে ঘরবাড়ি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাতক্ষীরা ও বাগেরহাটে বইছে প্রবল দমকা হাওয়া ও ঝড়ো বাতাস। এরফলে সেখানে ভেঙ্গে পড়েছে বহু ঘরবাড়ি। পানির উচ্চতা ৫ থেকে ৬ ফুট বেড়েছে।

শনিবার দিবাগত রাতে বুলবুল আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত ঝড়ো হাওয়ার অবস্থা অপরিবর্তিত। ক্রমান্বয়ে প্রকৃতির বৈরি রুপ প্রকাশ পাচ্ছে। প্রবল দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ছে।

অন্যদিকে ঝড়ের তাণ্ডবে গতকাল রাত থেকেই বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ছে গোটা বাগেরহাট জেলা। রাস্তাঘাটের অবস্থাও নাজুক হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন।

বাগেরহাটের কয়েক হাজার হেক্টর জমির চিংড়ি ঘেরের ভেতরে পানি ঢুকে পড়েছে অন্যান্য ঘেরের অবস্থাও খুব নাজুক বলে জানা গেছে।

Exit mobile version