Site icon Jamuna Television

শফিউলের বলে রোহিত শর্মা সাজঘরে

দলীয় ৩ রানের মাথায় শফিউলের বলে সাজঘরে গেলে রোহিত শর্মা। আল-আমিন দিয়ে ম্যাচের প্রথম ওভার করান অধিনায়ক মাহমুদুল্লাহ। এই ওভারে ৩ রান সংগ্রহ করে ভারত। এরপর ম্যাচের ২য় ওভারে সফলতা পায় বাংলাদেশ। ২য় ওভারের ৩য় বলে বোল্ড হয়ে সাজ ঘরে যায় আগের ম্যাচের জয়ের নায়ক রোহিত শর্মা।

এরআগে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নাগপুরে অঘোষিত ফাইনালে দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে। ইনজুরির কারণে মোসাদ্দেকের পরিবর্তে দলে আসেন মোহাম্মদ মিথুন। ভারতের কুনাল পান্ডেয়ার পরিবর্তে এই ম্যাচে মাঠে নেমেছেন মানিশ পান্ডে। শিখর ধাওয়ানকে সাথে নিয়ে রোহিত সাবধানে শুরুর চেষ্টা করলেও সফল হননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

Exit mobile version