Site icon Jamuna Television

ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া: ব্যাটের আঘাতে কিশোর নিহত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ক্রিকেট ব্যাটের আঘাতে তায়রান বিশ্বাস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত কিশোর তায়রান বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউপির নিয়াজোত বিশ্বাসের ছেলে। আর অভিযুক্ত রায়হান খান একই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

বালিয়াকান্দি থানার তদন্ত ওসি ওবায়দুল হক জানান, গত মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বহরপুরের মধ্যপাড়া গ্রামে নিজেদের বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলার সময় তায়রান ও রায়হানের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান তায়রান কে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। সেখোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Exit mobile version