Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শোভন আলী (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। বুধবার দুুপরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আট মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন আলী সদর উপজেলার ছোট আড়িয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আলমসাধুযোগে নানীর সাথে নানা বাড়ির উদ্দেশে বের হয় শোভন। এসময় আট মাইল নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রের একটি বাস আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শোভন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

Exit mobile version