Site icon Jamuna Television

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া অনিশ্চিত নওয়াজের

চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তাকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দিলেও বিমানবন্দরের ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম এখনও সরানো হয়নি।

এ নিয়ে মঙ্গলবারও বৈঠক করেছে পাকিস্তান সরকারের একটি উপকমিটি। কিন্তু পাঁচ ঘণ্টার বৈঠকেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

নো ফ্লাই তালিকা থেকে তার নাম কাটার প্রক্রিয়াকে ‘কিছুটা জটিল’ বলে মন্তব্য করেছেন দেশটির আইনমন্ত্রী ফারুক নাসিম। চিকিৎসার জন্য নওয়াজের লন্ডন যাওয়ার কথা ছিল রোববারই। তার সঙ্গে ছোট ভাই শাহবাজ শরীফ এবং পারিবারিক ডাক্তার আদনান খানের যাওয়ার কথা ছিল। তবে বিদেশযাত্রার বিষয়টি স্থগিত হলেও বিমানের টিকিট বাতিল করেননি তিনি। ডন।

Exit mobile version