Site icon Jamuna Television

ককটেল বিস্ফোরণ ও গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর জৈনাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ‘নিউ দিপা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ দোকান মালিক কে শ্রীপুরে একটি স্থানীয় আল হেরা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার শৈলাট সড়কে জাকির হোসেনের মার্কেটে অবস্থিত নিউ দিপা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ৮ থেকে ১০ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতি করে চলে যাওয়ার সময় ডাকাতদল এলোপাথাড়ি ভাবে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়ে এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এ ঘটনায় দোকান মালিক দেবেন্দ্র কর্মকার দেবু পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়েছে। ডাকাতির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version