Site icon Jamuna Television

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলা‌চিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহাগকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

সোহাগ কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত্যু মোঃ সোহরাব হোসেনের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ৮ টায় কলেজ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় ব‌লে ওসি আকতার মো‌র্শেদ নিশ্চিত ক‌রে‌ছেন। এ ব্যাপারে মাদক আইনে তার বিরু‌দ্ধে মামলার প্রস্তুতি চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ গলাচিপা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবাসহ তানভীর আহমেদ সোহাগকে আটক করা হয়।

তার বিরু‌দ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা র‌য়ে‌ছে ব‌লেও ওসি জানান।

Exit mobile version