Site icon Jamuna Television

আবরার হত্যার প্রসিকিউশনে পরিবারের পছন্দ অনুযায়ী দুইজন আইনজীবী: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারে গঠিত প্রসিকিউশনে টিমে পরিবারের পছন্দ অনুযায়ী দুইজন আইনজীবী রাখা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় আবরার ফাহাদের বাবার সাথে সাক্ষাতের পর এ কথা জানান মন্ত্রী। যত দ্রুত সম্ভব এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন আনিসুল হক।

এর আগে আবরার হত্যা মামলার বিষয়ে আলোচনা করতে আইনমন্ত্রীর বাসায় যান আবরার ফাহাদের বাবা। ১৫ মিনিট হয় রুদ্ধদার বৈঠক। আবরারের বাবা বৈঠক শেষে মামলার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Exit mobile version