Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন: রিজভী

ফাইল ছবি

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি- জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, উন্নয়নের নামে অর্থ লোপাট করছে সরকার। অত্যাচার নির্যাতন করে খালেদা জিয়ার মুক্তি ব্যাহত করা যাবে না বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। এর আগে সকাল সাড়ে দশটার দিকে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি।

মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয় শেষ হয়।

Exit mobile version