Site icon Jamuna Television

চুটিয়ে গাঁজা খেলেই মাসে দুই লাখ টাকা বেতন

চুটিয়ে গাঁজা খেলেই মাসে তিন লাখ টাকা বেতন দেয়া হবে এমন ঘোষণা দিয়েছে আমেরিকান এক সংস্থা। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত গাঁজা সংক্রান্ত অনলাইন ম্যাগাজিন ‘আমেরিকান মারিজুয়ানা’, গাঁজাজাত পণ্য নিয়ে গবেষণা করে। তারাই গাঁজার পর্যালোচনা করার জন্য একজন ব্যক্তির সন্ধান চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। এর জন্য প্রতিমাসে ওই ব্যক্তিকে ৩০০০ মার্কিন ডলার দেয়া হবে। তার কাজ হবে গাঁজা খেয়ে তার মান নিয়ে মন্তব্য করা। গাঁজাজাত বিভিন্ন পণ্যের পর্যালোচনাও করতে হবে। মূলত গাঁজার গুনগত মান পরীক্ষা করাই হবে উদ্দেশ্যে।

বিজ্ঞাপনে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার, যে যে জায়গায় চিকিৎসার কারণে গাঁজা বৈধ সেইসব এলাকার বাসিন্দা হতে হবে। পত্রিকার প্রধান সম্পাদক ডোয়াইট কে ব্লেক জানিয়েছেন, তাদের এই বিজ্ঞাপনে অল্প সময়ের মধ্যেই দারুণ সাড়া মিলেছে। ইতিমধ্যেই এই পদের জন্য ৩০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে।

Exit mobile version