Site icon Jamuna Television

ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেন।

এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দিবারাত্রির ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়। দলে ঢুকেছেন আল আমিন ও নাইম। বাদ পড়েছেন তাইজুল, মেহেদী। ভারতীয় দলে কোন পরিবর্তন নেই।

ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে বোলিং-ব্যাটিং দু’টিই খুব চ্যালেঞ্জিং হবে বলছেন, দুই অধিনায়ক মুমিনুল হক ও ভিরাট কোহলি। ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।

Exit mobile version