Site icon Jamuna Television

অ্যাসিড আক্রান্তের বিয়েতে শাহরুখের শুভেচ্ছা

একাধিক প্রতিষ্ঠানের সেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন বলিউডের জনপ্রিয় নায়ক শাহরুখ খান।

তেমনই একটি প্রতিষ্ঠানের নাম ‘মীর ফাউন্ডেশন’। যাদের মূল লক্ষ্য হলো– অ্যাসিড হামলায় আক্রান্ত নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ সংস্থারই একজন অন্যতম সদস্যা অনুপমা। তিনিও অ্যাসিড হামলায় আক্রান্ত। সম্প্রতি তার বিয়েতে তাকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।

অ্যাসিড হামলায় অনুপমার মুখের অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। এ ছাড়া একটি চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবু থেমে যায়নি অনুপমার জীবন। শুধু বেঁচে থাকার লড়াই নয়, তার মতো আরও ১০ জনকে পাশে নিয়ে এগিয়ে চলতে চলতে মিলে গেছে জীবনসঙ্গীও।

সম্প্রতি সাতপাকে বাঁধা পড়লেন অনুপমা। অনুপমার মতো অনেককেই অ্যাসিড হামলার আতঙ্ক কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছে ‘মীর ফাউন্ডেশন’।

সূত্র: জি নিউজ

Exit mobile version