Site icon Jamuna Television

আদালতের উপর চাপ দিতেই বিএনপি সহিংসতা করেছে: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের উপর চাপ দিতেই বিএনপি আদালত প্রাঙ্গনে সহিংসতা করেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী মৎসজীবী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটাতে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, দলের সহযোগী সংগঠনের নতুন নেতাদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকে বাদ দেয়া হবে। এছাড়া প্রকৃত মৎসজীবীরা এই সংগঠনে না আসলে সংগঠন টিকবে না বলেও জানান তিনি।

Exit mobile version