Site icon Jamuna Television

যুক্তরাজ্যের নির্বাচনে ট্রাম্পকে নাক গলাতে বারণ করলেন বরিস

যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো মন্তব্য করতে বারণ করলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

এর আগে ব্রিটিশ নির্বাচন নিয়ে মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের।

স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাত্কারে বরিস বলেন, ঐতিহ্যগতভাবে আমাদের মিত্র ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যা করি না তা হলো আমরা কখনও তাদের নির্বাচনে নাক গলাই না।

সবচেয়ে ভালো বন্ধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যেন একে অপরের নির্বাচনে হস্তক্ষেপ না করে। তবে এরই মধ্যে শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা আশ্বস্ত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবেন না।

এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে তা যুক্তরাজ্যের জন্য খুবই খারাপ হবে। আর বরিসের উচিত ব্রেক্সিট পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করা।

এ নিয়ে বিরোধী দল যেমন সমালোচনা করেছে, তেমনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলও হতাশা প্রকাশ করেছেন।

তাদের আশঙ্কা– আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনের আগে লন্ডনে এসে নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো মন্তব্য করতে পারেন, যা বিব্রতকর হবে।

সবচেয়ে বেশি চিন্তায় বরিসের কনজারভেটিভ দল। তাদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য নির্বাচনে উল্টো প্রভাব ফেলবে।

Exit mobile version