Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ৪ ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত চারটি ইটের ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথভাবে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার নেতৃত্বে এ অভিযান চলে। এসময় চারটি ইটভাটাকে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ভেকু দিয়ে চারটি ইটভাটার স্ট্রাকচার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাগুলো কার্যক্রম বন্ধ রাখার মালিকদের নির্দেশনা দেওয়া হয়।

ইটভাটাগুলো হল মোঃ শাহাবুদ্দিন এর মালিকানাধীন এস বি এম ব্রিকফিল্ড, মোঃ তারা মিয়ার এমএসবি ব্রিকফিল্ড, মোহাম্মদ মনির হোসেনের এম এস বি ব্রিক ফিল্ড এবং বোরহান উদ্দিনের এস ইউ এ।

Exit mobile version