Site icon Jamuna Television

পরীমনি-সিয়ামের ‘তুই কি আমার হবি রে’

‘রাতের সব তারা আছে দিনের গভীরে/ বুকের মাঝে মন যেখানে, রাখব তোকে সেখানে/ তুই কি আমার হবি রে?’ এই গানে মুগ্ধতা ছাড়াবেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি।

এই দুই তারকার অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবির প্রথম প্রেমের গানের প্রথম অংশ এটি। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবির প্রথম প্রেমের গান প্রকাশ পেল বৃহস্পতিবার রাত ৮টায়। গানের শিরোনাম ‘তুই কি আমার হবি রে’।

কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন এই সময়ের গানের সফল জুটি কনা ও ইমরান। সুমন রহমানের নৃত্য পরিচালনায় এ গানের ভিডিও দৃশ্যের চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। সম্পাদনা করেছেন ইকবাল কবীর।

চলচ্চিত্রটির পরিচালক চয়নিকা চৌধুরী জানান, পাঁচ দিনে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে। বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম জায়গায় শুটিং হয়েছে।

‘বিশ্বসুন্দরী’ ছবিটি ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিয়াম ও পরীমনি প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন। ছোট পর্দার সফল নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।

Exit mobile version