Site icon Jamuna Television

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হবে ভোট, চলবে রাত ১০টা পর্যন্ত। রাতেই শুরু হবে ভোটগণনা। শুক্রবার সকালের মধ্যে হতে পারে ফলপ্রকাশ।

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডের সাড়ে ৬শ’ আসনে হবে ভোটগ্রহণ। ভোট দেবেন সাড়ে চার কোটি ভোটার। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ম্যাজিক ফিগার ৩২৬। শেষ মুহূর্তের জনমত জরিপেও এগিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ব্রেক্সিট ইস্যুতে টানাপোড়েনে পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যের তৃতীয় নির্বাচন এটি। এবারের আগাম নির্বাচনেও মূল এজেন্ডা ব্রেক্সিট। তবে জয় পরাজয়ের অন্যতম সমীকরণ হতে পারে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও জলবায়ু ইস্যু।

Exit mobile version