Site icon Jamuna Television

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

সকাল থেকে থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল নিয়ে উপস্থিত হন নানা শ্রেণি পেশার মানুষ। তারা দেশের জন্মলগ্নে শহীদ হওয়া জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তারা বলেন দেশকে মেধাশূন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এদেশের শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবীসহ মেধাবীদের হত্যা করে। দিনব্যাপী রায়ের বাজারে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ।

Exit mobile version