Site icon Jamuna Television

ব্যাংকের ভুলে ৩১৫ কোটি টাকার মালিক তিনি!

ভুল বশত এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে অতিরিক্ত টাকা। এ টাকা দেখে তিনি প্রথমে ভেবেছিলেন আসছে বড়দিন উপলক্ষে হয়তো তাকে এ উপহার দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

তবে অ্যাকাউন্টে কত উপহার পেলেন তা দেখতে গিয়ে চোখ কপালে ওঠে ওই নারীর।

এ যে সামান্য উপহার নয়; তার ব্যাংক অ্যাকউন্টে জমা পড়েছে প্রায় তিন কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকার সমান)।

অবিশ্বাস্য হলেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বালুনের সঙ্গে এমন ঘটনাই ঘটেঠে।

সঙ্গে সঙ্গে বিষয়টি স্বামীকে জানান। এক মিশ্র অনুভূতির কারণে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না রুথ বালুন।

সারারাত ঘুমই আসেনি এ দম্পতির। পরদিন রুথ বালুনের স্বামী লিগ্যেসি টেক্সাস নামে ওই ব্যাংকটিতে ফোন করে ঘটনার কথা জানান।

ভুল স্বীকার করে ফোনেই রুথের কাছে ক্ষমা চান ব্যাক কর্তৃপক্ষের এক মুখপাত্র।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডাটা এন্ট্রি করতে গিয়ে ভুল বশত বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কিন্তু রাতে বিষয়টি সম্পর্কে তারা অবগতই ছিলেন না।

ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি ব্যাংককে অবহিত করার জন্য রুথ ও তার স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: ফক্স নিউজ, ডেইলিমেইল

Exit mobile version