Site icon Jamuna Television

ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান, কর্মচারীর কক্ষ থেকে দুই লাখ টাকা উদ্ধার

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানী ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এক কর্মচারীর রুম থেকে দুই লাখ ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে একটি দল ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এসময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ তল্লাশি করেন দুদক কর্মকর্তারা। তল্লাশি করে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করা কর্মচারী রফিকুল ইসলামের কক্ষের একটি লকারের মধ্য থেকে দুই লাখ ১৪ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মন্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফাতেমা বেগম কোন মন্তব্য করতে রাজি হননি।

Exit mobile version