Site icon Jamuna Television

টেকনাফ থেকে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত সমুদা বেগম ইয়াবা ব্যবসায়ী।

শনিবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবনের মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

পুলিশের ভাষ্য, প্রতিদিনের মতো টহল দেয়ার সময় গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। সেখান থেকে গুলিবিদ্ধ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে। নিহত সমুদা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

Exit mobile version