পিলখানা হত্যা মামলায় ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এরআগে ২০১৭ সালের নভেম্বরে ১৩৯ আসামিকে মৃত্যুদণ্ড ও ১৮৫ জনকে যাবজ্জীবন সাজা দেন আদালত।
প্রায় দুই বছর আগে হাইকোর্ট এ রায় ঘোষণা করলেও পূর্ণাঙ্গ রায় এতোদিন প্রকাশিত হয়নি। বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে মামলায় খালাস প্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
এর আগে ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন পিলখানা হত্যাকান্ড মামলায় হাইকোর্ট রায় প্রদান করেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৮ জনের মৃত্যুদন্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দেয়া হয়।
এছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখেন হাইকোর্ট। বাকী ১৪ জনের মধ্যে দুই জন আসামি মারা যান এবং ১২ জনকে খালাস দেয়া হয়।

