Site icon Jamuna Television

এক শ্রেণির শিক্ষক চাকরিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন: রাষ্ট্রপতি

এক শ্রেণির শিক্ষক চাকরিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ। জগন্নাথ বিদ্যালয়ের প্রথম সমাবর্তনে তিনি এই মন্তব্য করেন।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবতর্নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

এসময় তিনি আরো বলেন, কিছু সংখ্যক শিক্ষকের অনীহা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্লাস নেওয়ার ক্ষেত্রে। তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নৈশ কোর্স সীমিত করা হয়েছে, যা পুরোপুরি বন্ধ করা হবে।

সমাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। সমাবর্তনের জন্য ধূপখোলা মাঠে নির্মাণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার বর্গফুটের বিশালাকৃতির প্যান্ডেল। গ্র্যাজুয়েট হিসেবে সনদ নেবেন ১৮ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।

Exit mobile version