Site icon Jamuna Television

আরেকটি ১৫ আগস্ট যাতে না ঘটে সেজন্য সচেতন হতে হবে: শামীম ওসমান

দেশে যাতে আরেকটি ১৫ আগস্ট না ঘটে, সেজন্য সবাইকে সচেতন হতে আহ্বান জানালেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময়েও, আরেকটি ১৫ আগস্টের জন্য শকুন ঘুরছে মাথার ওপর। যদি আবারও সেরকম ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। তরুণ প্রজন্মকে তাই সচেতন থাকার আহ্বান জানান শামীম ওসমান।

Exit mobile version