Site icon Jamuna Television

উন্নয়ন করতে গিয়ে অনেক সরকারি প্রতিষ্ঠান পরিবেশের ক্ষতি করছে: তথ্যমন্ত্রী

উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে গিয়ে অনেক সরকারি প্রতিষ্ঠান প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে, যা দু:খজনক-এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা করা উচিত। নগরীর বায়েজিদে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পাশে বিশাল পাহাড় কেটে সড়ক নির্মাণ করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।

Exit mobile version