Site icon Jamuna Television

শান্তর সেঞ্চুরিতে বিপিএল’র সুপার ফোরে খুলনা

নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২০৫ রান তাড়া করে ১১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেল খুলনা টাইগার্স। বিপিএল ইতিহাসে এত বড় স্কোর তাড়া করে এটিই প্রথম জয়।

এই জয়ে রাজশাহী রয়েলসকে হটিয়ে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল মুশফিকুর রহিমের খুলনা। হেরে সেরা চারে শেষ পজিশনে গেল মাশরাফীর ঢাকা প্লাটুন।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৫ তরে ঢাকা প্লাটুন। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন মুমিনুল হক সৌরভ। এ ছাড়া ৬৮ রান করেন মেহেদী হাসান।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ১১ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেসে-খেলেই জয় পায় খুলনা টাইগার্স। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বিপিএল ক্যারিয়ারে প্রথম এবং পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি তুলে নেন শান্ত।

এর আগে বিপিএল ইতিহাসে দেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস সেঞ্চুরি করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ২০৫/৪ (মুমিনুল হক ৯১, মেহেদী হাসান ৬৮*)।

খুলনা টাইগার্স: ১৮.১ ওভারে ২০৭/২ (নাজমুল হোসেন শান্ত ১১৫*, মিরাজ ৪৫, রুশো ২৩, মুশফিক ১৮*)।

ফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী।

Exit mobile version