Site icon Jamuna Television

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে টঙ্গির তুরার তীরে জড়ো হয়েছেন মুসল্লিরা।

শনিবার সকাল থেকে তীব্র শীতে কিছুটা ভোগান্তি বাড়ে মুসল্লিদের, তারপরও দ্বীনের শিক্ষা আর আল্লাহর নৈকট্য লাভকে বড় করে দেখছেন মুসল্লিরা।

বয়ান আর তালিমের মধ্যে দিয়ে প্রায় সারা দিনই চলে তাবলিগের কার্যক্রম। খিত্তা ওয়ারী আলোচনার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে দোয়ায় অংশ নেন দেশ বিদেশের লাখো মুসুল্লী। রোবাবর আখেরি মোনাজাতে, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চাইবে তারা।

তীব্র বাতাসে কনকনে শীত, ভোগান্তি আছে আরো বেশ কিছু ক্ষেত্রে। জায়গা সংকুলান না হওয়ায় অনেকে রাত কাটাতে হয়েছে মহাসড়কের পাশে। তারপরও আল্লাহ’র সন্তুষ্টি লাভ আর দাওয়াতি কার্যক্রমকে ছড়িয়ে দেয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন মুসল্লিরা।

ইজতেমা ময়দান জুড়ে সর্তক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। নেতৃত্বের বিভাজনের কারণে, গতবারের মত এবারও দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

Exit mobile version