Site icon Jamuna Television

দোয়া মাহফিলে আহমাদিয়া জামাত কর্মীদের সাথে মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় আহমাদিয়া জামাত কর্মীদের সাথে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত ৭ জন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কান্দিপাড়ায় আহমদিয়ার উদ্যোগে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমদিয়া সম্প্রদায়ের মুরব্বী ফিরোজ আলম। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর স্থানীয় মাদ্রাসা ছাত্রদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version