Site icon Jamuna Television

আজ ইসলায়েলকে সাথে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করবেন ট্রাম্প

US President Donald Trump (R) meets with Israeli Prime Minister Benjamin Netanyahu on September 26, 2018 in New York on the sidelines of the UN General Assembly. (Photo by Nicholas Kamm / AFP) (Photo credit should read NICHOLAS KAMM/AFP/Getty Images)

বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আজ প্রকাশ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে ওভাল অফিস।

মঙ্গলবার, ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গানৎজের সাথে বৈঠক করবেন। এরপর, হোয়াইট হাউজে এক যৌথ বিবৃতিতে পরিকল্পনাটি পেশ করতে চান ট্রাম্প।

তবে, ফিলিস্তিনিরা তার এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে। কারণ, ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয় ট্রাম্প প্রশাসন। এরপর, ইসরায়েলের সাথে শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে না- এমন ঘোষণা দেয় ফিলিস্তিনি।

অবশ্য, যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবারই ‘ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি’ নামে পরিচিত একটি শান্তি পরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জেরার্ড কুশনার পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন।

Exit mobile version