Site icon Jamuna Television

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মঙ্গলবার বেলা এগারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম,রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরসহ প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় প্রতিদিন কেউ না কেউ সীমান্তে নিহত হচ্ছে কিন্তু রাষ্ট্র কোন প্রতিবাদ করছে না । অতি দ্রুত সীমান্ত হত্যা বন্ধ সহ যারা হত্যার শিকার হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

Exit mobile version