Site icon Jamuna Television

গাজীপুরে গণধর্ষণের ৩ আসামিকে তিন দিনের রিমাণ্ড

গাজীপুরে চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার আসামির তিনজনকে ৩ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমাণ্ড আবেদন করে আসামিদের আদালতে তোলা হয়।

বিজ্ঞ আদালত বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানির শেষে শরীফ হোসেন, ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লার ৩ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। অপর এক আসামি আহসান ওরফে হাসান কিশোর হওয়ায়,তার রিমাণ্ড আবেদনের বিষয়ে শুনানি হবে কিশোর আদালতে।

গত ১৫ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে কোল্ড ড্রিংসের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণ করে ওই চার বখাটে। পরে ধর্ষণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ধর্ষণের ৯ দিন পর গেল শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে র‍্যাব।

Exit mobile version