Site icon Jamuna Television

দ. আফ্রিকাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তানজীদ হাসান তামিমের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৬১ রান করে যুবারা।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ম্যাচে ৮৪ বলে ৮০ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ১২টি চারে সাজানো। এছাড়াও শাহাদাত হোসেন ও তৌহিদ হৃদয়।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা শাহাদাত হোসেন ৭৬ বলে অপরাজিত ৭৪ রান করেন। তার ইনিংসটি ছিল সাতটি চার ও একটি ছক্কায় সাজানো।
হৃদয় করেন ৫১ রান। অধিনায়ক আকবর আলী অপরাজিত ১৬ রান করেন।

Exit mobile version